-->
zWZ3ZJ90R4zzhbql6NUZDSuEAK5vmsQ96TEJw5QR
Bookmark

প্রদীপ্ত কুটির PDF আরিফুল ইসলাম Prodipto Kutir free pdf Ariful Islam eboiself

প্রদীপ্ত কুটির

লেখক : আরিফুল ইসলাম
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন
বিষয় : ইসলামী সাহিত্য, সমকালীন উপন্যাস
পৃষ্ঠা : 128

তরুণ সমাজের মাঝে ফেতনার ভয়াবহতার কথা বলা শেষ করা যাবে না। চারিদিকে যেন ফেতনার বাতাস বয়। যৌবনের অতি গুরুত্বপূর্ণ এই সময়টি হেফাযতের অন্যতম একটি উপায় হতে পারে “অর্ধেক দ্বীন” মানে বিয়ে। হারাম রিলেশনে জর্জরিত বেশিরভাগ তরুণের কাছে এই বইটি হতে পারে একটি মাস্টারপিস। পাশাপাশি যারা ইতিমধ্যেই বিবাহিত তাদের জন্যেও বইটিতে আয়োজনের কমতি নেই।

এক পলকে বইটি:

মাহির ও লাফিজা নামক ভার্সিটি পড়ুয়া দু’জন তরুণ-তরুণীর বিবাহিত জীবনের নানা গল্প নিয়ে অতি যত্নে, ভরপুর রোমান্টিকতা ও কিছু সুন্নাহের মিশেলে সাজানো গুছানো এই বইটি। বইটির গল্পে গল্পে স্থান পেয়েছে ইসলামিক নানা বিধিবিধান চর্চার চিত্র। যেখানে কখনও মাহির লাফিজাকে আবার লাফিজা মাহিরকে নানা সুন্নাহ ও দ্বীনি বিভিন্ন বিধিনিষেধ স্মরণ করিয়ে দেয়।


সমাজের প্রতিবন্ধকতা এড়িয়ে গিয়ে দুই পরিবারের সম্মতিতে মাহির লাফিজা জড়ায় পবিত্র সম্পর্কটিতে। যেখানে মাহির লাফিজার চেয়ে ছোট। কিন্তু তারা সব কিছুর উপরে দ্বীনকে প্রাধান্য দেয়।


বইটি পড়তে পড়তে আপনি বিভিন্ন স্থানে হারিয়ে যাবেন। কখন ভার্সিটিতে, কখনও গ্রামের বাড়ি, কখনও বাস ভ্রমণে। হয়ত একটু কল্পনাও করে নিবেন। কি? মাহিরের মতো স্বামী কিংবা লাফিজার মতো স্ত্রীকে। যারা নিজেদের ছোটখাটো ভুল গুলোর বারণ হয়েছে, হয়েছে ইসলামি জীবন গড়ার অনুপ্রেরণা।


কিছু ভাগ:

বন্ধনের সূচনা, সাধারণরা ঘুমায় অসাধারনরা জেগে থাকে, বাসর রাতে বিড়াল মারা, শুক্রবারের রুটিন, জন্মদিনের মর্মবীণ, ক্যান্ডেল লাইট ডিনার, জার্নি বাই বাস, প্রত্যাবর্তন ইত্যাদির মতো দারুণ কিছু গল্পে সাজানো বইটি।


চেহারা নকশা:

প্রচ্ছদের কথা বলতে গেলে এটি নজর কারার মতো। পৃষ্ঠা সজ্জাও বেশ ভাল মনে হয়েছে। পড়তে পড়তে কখন যে শেষ হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। বইটি মিটি মিটি হেসে এক নাগাড়েই যেন পড়ে ফেলেছিলাম।


বইটি যাদের জন্যঃ

মনে হয় বইটি আমার সব বন্ধুদের ও নব বিবাহিতদের হাতে তুলে দেয়। বিয়ে যে সত্যিই অর্ধেক দ্বীন আর গল্পের জীবন সঙ্গি যে কতটুকু আদর্শিক তা বুঝানোর জন্য।


পাঠ্যানুভূতি:

জীবনে কোন লাফিজা আসুক যে ভালবাসার চাদরে ধরিয়ে দিবে নানা ভুল। মনে করিয়ে দিবে হারিয়ে যাওয়া নানা সুন্নাহের কথা। পাশাপাশি সমাজে ছড়িয়ে যাক হাজারো মাহির ও লাফিজা।


 
Post a Comment

Post a Comment