হে বোন কুরআন তোমাকে যা বলেছে (নীল কভার)
বর্তমান সমাজে “নারী পুরুষ সমান অধিকার চাই” নামে একটি স্লোগান শোনা যায়।এটি নিঃসন্দেহে বিধর্মীদের একটি ষড়যন্ত্র।তারা নারীদেরকে প্রায় বিবস্ত্র অবস্থায় বাইরে বের করতে খুব সুক্ষ পরিকল্পনা করছে।এতে সমাজে বাড়ছে ফিৎনা।নারী ও পুরুষের বৈশিষ্ট্যের দিক থেকে সামান্য পার্থক্য আছে।সেক্ষেত্রে নারীরা
ঘরে অবস্থান করে পুরুষদের সম পরিমাণ প্রতিদান পাবে।ঈমান আমলের দিক দিয়ে নারী পুরুষ উভয়ের মর্যাদা সমান। ঈমান আমল যার যত বেশি তার মর্যাদা তত বেশি।তবে কিছু কাজ আছে যা স্রেফ নারীদের জন্যই আর কিছু স্রেফ পুরুষের জন্যই।
এই বইটি পড়ে নারীরা তাদের সম্মান অধিকার বিষয়ে সঠিক ধারণা পাবে ইন শা আল্লাহ।
•••বইটি কেন পড়বেন?
বইটির সূচিপত্র দেখেই যে কোনো মুসলিম বইটির গুরুত্ব উপলব্ধি করতে পারবে।একজন মা,একজন মেয়ে ,একজন স্ত্রীর জীবন ঘনিষ্ঠ সকল সমস্যার সমাধান দেয়া আছে।
আমাদের দেশের বেশিরভাগ মানুষই জেনারেল শিক্ষায় শিক্ষিত।তারা ইসলামী বিধি বিধান থেকে অনেক টা দূরে আছে।একজন মুসলিম নারীর জন্য প্রতিটি ফরয বিধানের গুরুত্ব বইটিতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
উদাহরণ স্বরূপ এই বই থেকে একজন মুসলিম নারী বুঝতে পারবে কার সামনে কতটুকু কিভাবে সে পর্দা মেনে চলবে,জিনা ব্যভিচার সম্পর্কে,তার বিবাহ কেমন হবে,তার সন্তানের প্রতিপালন,তার দাম্পত্য জীবন সে কিভাবে কাটবে- সর্বোপরি একটা সুন্দর ইসলামিক জীবন যাপনের বিধান সম্পর্কে সে জ্ঞাত হবে।
আল্লাহ্ তা’আলা এই বইয়ের লেখক ও সংশ্লিষ্ট সকলকে দুনিয়া ও আখেরাতে উত্তম বিনিময় দান করুক আমিন।
নারী ও পুরুষের বৈশিষ্ট্যের দিক থেকে সামান্য পার্থক্য আছে।সেক্ষেত্রে নারীরা
ঘরে অবস্থান করে পুরুষদের সম পরিমাণ প্রতিদান পাবে।ঈমান আমলের দিক দিয়ে নারী পুরুষ উভয়ের মর্যাদা সমান। ঈমান আমল যার যত বেশি তার মর্যাদা তত বেশি।তবে কিছু কাজ আছে যা স্রেফ নারীদের জন্যই আর কিছু স্রেফ পুরুষের জন্যই।
এই বইটি পড়ে নারীরা তাদের সম্মান অধিকার বিষয়ে সঠিক ধারণা পাবে ইন শা আল্লাহ।
•••বইটি কেন পড়বেন?
বইটির সূচিপত্র দেখেই যে কোনো মুসলিম বইটির গুরুত্ব উপলব্ধি করতে পারবে।একজন মা,একজন মেয়ে ,একজন স্ত্রীর জীবন ঘনিষ্ঠ সকল সমস্যার সমাধান দেয়া আছে।
আমাদের দেশের বেশিরভাগ মানুষই জেনারেল শিক্ষায় শিক্ষিত।তারা ইসলামী বিধি বিধান থেকে অনেক টা দূরে আছে।একজন মুসলিম নারীর জন্য প্রতিটি ফরয বিধানের গুরুত্ব বইটিতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
উদাহরণ স্বরূপ এই বই থেকে একজন মুসলিম নারী বুঝতে পারবে কার সামনে কতটুকু কিভাবে সে পর্দা মেনে চলবে,জিনা ব্যভিচার সম্পর্কে,তার বিবাহ কেমন হবে,তার সন্তানের প্রতিপালন,তার দাম্পত্য জীবন সে কিভাবে কাটবে- সর্বোপরি একটা সুন্দর ইসলামিক জীবন যাপনের বিধান সম্পর্কে সে জ্ঞাত হবে।
আল্লাহ্ তা’আলা এই বইয়ের লেখক ও সংশ্লিষ্ট সকলকে দুনিয়া ও আখেরাতে উত্তম বিনিময় দান করুক আমিন।
Post a Comment