Input license here

banner image

Navigation

banner image

কিভাবে পুনরায় জাতীয় বিশ্ববিদ্যালয় এর হারানো রেজিস্ট্রেশন কার্ড বিনামূল্যে নতুন করে বের করবেন

 

কিভাবে পুনরায় জাতীয় বিশ্ববিদ্যালয় এর হারানো রেজিস্ট্রেশন কার্ড বিনামূল্যে নতুন করে বের করবেন?

১ ৷ জিডি করতে হবে অনলাইনে, তারপর সেটি নিয়ে থানায় যাবেন ৷

২ ৷ এরপর একটি আবেদন পত্র লিখতে হবে, নিচে দেয়া আছে ৷

৩ ৷ আবেদন পত্রের সাথে জিডি কপি সহ জমা দিবেন সংশ্লিষ্ট বিভাগে ৷ এরপর ই নতুন প্রিন্ট কপি দিবে ৷

৪ ৷ প্রিন্সিপাল এর স্বাক্ষর & সিল নেয়ার পর আপনার কাজ সম্পন্ন ৷

ধন্যবাদ


জাতীয় বিশ্ববিদ্যালয়ের হারানো রেজিস্ট্রেশন কার্ডের জন্য আবেদনপত্র

বিষয়: হারানো রেজিস্ট্রেশন কার্ডের জন্য আবেদন।


জনাব,


পরীক্ষা নিয়ন্ত্রক,


জাতীয় বিশ্ববিদ্যালয়,


গাজীপুর।


বিনীত নিবেদন এই যে, আমার মূল রেজিস্ট্রেশন কার্ডটি হারিয়ে/পুড়ে/নষ্ট হয়ে গেছে। অনুগ্রহপূর্বক আমাকে একটি দ্বি-নকল রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করার জন্য অনুরোধ করছি।


আমার তথ্য:


১. নাম (ইংরেজিতে বড় অক্ষরে):

২. (ক) পিতার নাম (ইংরেজিতে বড় অক্ষরে):

(খ) মাতার নাম (ইংরেজিতে বড় অক্ষরে):

৩. কলেজের নাম:

কলেজ কোড:

৪. রেজিস্ট্রেশন নম্বর (ইংরেজিতে):

শিক্ষাবর্ষ:

পাঠ্যক্রম:

বিষয়:

৫. জন্ম তারিখ (ইংরেজিতে):

৬. জাতীয়তা:

৭. মোবাইল নম্বর:

৮. বর্তমান ঠিকানা:


সংযুক্তি:

থানায় জিডি'র কপি (যদি প্রযোজ্য হয়)

আমি ঘোষণা করছি যে, উপরে বর্ণিত তথ্যসমূহ সঠিক ও সত্য।


আপনার অনুগত,


(আবেদনকারীর পূর্ণ নাম ও স্বাক্ষর)


তারিখ:


স্থান:


অধ্যক্ষ/প্রধান শিক্ষক কর্তৃক পূরণীয়:


সত্যায়িত


(অধ্যক্ষ/প্রধান শিক্ষকের স্বাক্ষর ও সিল)


তারিখ:


বিঃদ্রঃ


আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে সংযুক্ত করুন।

আবেদনপত্রটি নিজ হাতে  পূরণ করুন।

https://www.next-gentech.co.uk/

আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদনপত্রের নমুনা এবং আরও তথ্য পেতে পারেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ কোন ক্ষেত্রে অতিরিক্ত তথ্য বা কাগজপত্র চাইতে পারে।

কিভাবে পুনরায় জাতীয় বিশ্ববিদ্যালয় এর হারানো রেজিস্ট্রেশন কার্ড বিনামূল্যে নতুন করে বের করবেন কিভাবে পুনরায় জাতীয় বিশ্ববিদ্যালয় এর হারানো রেজিস্ট্রেশন কার্ড বিনামূল্যে নতুন করে বের করবেন Reviewed by bdShroud on October 17, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.