আদর্শ মুসলিম
মুসলিম আমরা সবাই। কিন্তু আদর্শ মুসলিম ক’জন? ক’জন আমরা সুন্নাহ মেইনটেইন করি, সালাফে সালেহীনদের উত্তরসূরি হতে চাই? এই হিসাবের খাতা খুললে দেখা মিলবে শুধু গুটিকতকের-ই অবস্থান। একজন আদর্শ মুসলিমের আপাদমস্তক কেমন হবে, কথাবার্তা, চালচলন,উঠাবসা, অন্যের হক প্রদানে সে কতটুকু সোচ্চার হবে তা নিয়েই বক্ষ্যমা
ন এই বইটি।.
বই নির্যাস :
বইটাতে এগারটি অংশ রয়েছে। প্রতিটি অংশে রয়েছে ছোট ছোট কতকগুলো পরিচ্ছেদ। যা লেখার মুলভাবকে তুলে ধরার জন্য যথেষ্ট বলে মনে হয়েছে। বইটির অর্ধেক অংশ জুড়ে রয়েছে আল্লাহর সাথে মুসলিমের সম্পর্ক কেমন হবে,নিজের সাথে একজন মুসলিম কেমন,ভাই – বোন, প্রতিবেশী, আত্মীয়-স্বজনের সাথে তার ব্যাবহার কেমন হবে এই নিয়ে আলোচনা।
আর বাকি অর্ধেক অংশে সমাজের সাথে মুসলমানের সম্পর্ক কেমন হবে এই নিয়ে বিস্তর আলোচনা সাজানো হয়েছে। মুসলিম প্রতারক কিংবা হিংশুক হয় না, কল্যাণকামী, তার ভেতরে লজ্জাবোধ আছে, অতিরিক্ত শুদ্ধ উচ্চারণ ও সাহিত্য সহকারে কথা বলে না, সালামের প্রসার করে,যাচনা ও ভিক্ষাবৃত্তি করে না; এই বিষয়গুলোর উপরও আলোচনা উঠে এসেছে। শেষ এই পার্টটাতে লেখক ‘এ টু জেড’ দেয়ার চেষ্টা করেছেন। তা সংক্ষিপ্তাকারেই হোক না কেন। এই অংশটা বেশি গুরুত্বপূর্ণ।
.
পাঠ্যানুভূতি :
যা ধারনা করে বইটি কিনেছিলাম তার ষোল আনাই পূর্ণ,আলহামদুলিল্লাহ। একজন আদর্শ মুসলিমের সব গুণাবলী-ইই এখানে পাবেন আশা করি। অনুবাদের ভাষাসজ্জা ও সহজবোধ্যতা বরাবরই নজর কেড়েছে। যেন একরকম স্নিগ্ধতার পরশ বুলিয়ে দেয়া হয়েছে বইটির পাতায় পাতায়। পড়তে গিয়ে পাঠকের কোন রকম কষ্ট হবে বলে মনে করি না। প্রচ্ছদ একদম মানানসই। ফন্ট, স্পেসিং, বানান বিন্যাস মনমতো।
সমালোচনার খাতিরে বলার মত আমার মস্তিষ্কে কিছুই নেই। আগাগোড়া ভাল লেগেছে আলহামদুলিল্লাহ্।
Post a Comment