গল্পগুলো অন্যরকম PDF সিহিন্তা শরীফা, আনিকা তুবা, আফিফা আবেদিন সাওদা, আরমান ইবন সোলাইমান, আরিফ আজাদ, আরিফ আবদাল চৌধুরী, আরিফুল ইসলাম, আলী আবদুল্লাহ, জাকারিয়া মাসুদ, নুসরাত জাহান, মাহমুদুর রহমান, যাইনাব আল-গাযি, শারিন সফি, শিহাব আহমেদ তুহিন, শেখ আসিফ, সাদিয়া হোসাইন, সানজিদা সিদ্দীক কথা | Golpogulo Onnorokom
গল্পগুলো অন্যরকম
By আরিফ আজাদ
গল্পগুলো অন্যরকম
লেখক : সিহিন্তা শরীফা, আনিকা তুবা, আফিফা আবেদিন সাওদা, আরমান ইবন সোলাইমান, আরিফ আজাদ, আরিফ আবদাল চৌধুরী, আরিফুল ইসলাম, আলী আবদুল্লাহ, জাকারিয়া মাসুদ, নুসরাত জাহান, মাহমুদুর রহমান, যাইনাব আল-গাযি, শারিন সফি, শিহাব আহমেদ তুহিন, শেখ আসিফ, সাদিয়া হোসাইন, সানজিদা সিদ্দীক কথাপ্রকাশনী : সমকালীন প্রকাশনবিষয় : ইসলামী জ্ঞান চর্চা, ইসলামী সাহিত্য, বিবিধ বই, মুসলিম সভ্যতা ও সংস্কৃতি
কখনও কখনও গল্প জীবনের সাথে অপ্রাসঙ্গিক হয়ে ওঠে। কখনও কখনও জীবন রূপকথার চেয়েও অবিশ্বাস্য। জীবনের প্রতিটি মোড়ে একের পর এক আবেগ, ভালোবাসা, আনন্দ, দুঃখের জন্ম হয়। তাই জীবন দ্রুত, দুঃখজনক এবং মেজাজপূর্ণ। সেজন্য জীবনটা অন্যরকম। গর্পাগুল আন্দালিকা বইটিতে এই বিভিন্ন জীবনকালে ঘটে যাওয়া গল্পের সংকলন রয়েছে।
জীবনের কাছে মাঝে মাঝে গল্পও তুচ্ছ হয়ে যায়। মাঝে মাঝে জীবন রূপকথার চেয়েও বেশি অবিশ্বাস্য হয়ে ওঠে ।জীবনের বাঁকে বাঁকে , মোড়ে মোড়ে , ঘটনা – প্রতি – ঘটনায় জন্ম নেয় হৃদয়ের আকুতি – মিনতি , প্রেম – ভালোবাসা ,সুখ আর দুঃখ । এ কারনে জীবন দুরন্ত ও অন্যরকম ।সেই অন্যরকম জীবনে জন্ম নেয়া একগুচ্ছ গল্প নিয়ে সাজানো হয়েছে বই টি । বই টি তে মোট ১৮ জন লেখক লেখিকার ৩৫ টি গল্প রয়েছে । প্রতি টি গল্প ই অন্যরকম । সবচেয়ে ভাল লেগেছে আরিফ আজাদ ভাইয়ের “তোমায় ভালোবাসি” গল্প টি । বইটির কিছু গল্প হল বিদেশী গল্পের অনুবাদ ।শিহাব ভাইয়ের লেখা দুটি গল্প ই অসাধারণ । বেশি ভাল লেগেছে “রূপকথারাও হেরেছিল “ গল্পের একটি উক্তি –“সফলকাম তো তারাই – যারা এক ফোঁটা জলের বিনিময়ে পুরো সমুদ্র কিনে নিয়েছিলেন”অবাধ্য এক ছেলের মায়ের বুকে ফিরে যাওয়ার গল্প রয়েছে বই টি তে ।আরও রয়েছে একজন নার্সের গল্প, যিনি একজন নওমুসলিম বৃদ্ধের চিকিৎসা করতে গিয়েই ইসলামের ছায়াতলে চলে এসেছে।বই টি তে রয়েছে আরিফুল ইসলাম , জাকারিয়া মাসুদ ভাইয়ের লেখা গল্প ।
জীবনের কাছে মাঝে মাঝে গল্পও তুচ্ছ হয়ে যায়। মাঝে মাঝে জীবন রূপকথার চেয়েও বেশি অবিশ্বাস্য হয়ে ওঠে ।জীবনের বাঁকে বাঁকে , মোড়ে মোড়ে , ঘটনা – প্রতি – ঘটনায় জন্ম নেয় হৃদয়ের আকুতি – মিনতি , প্রেম – ভালোবাসা ,সুখ আর দুঃখ । এ কারনে জীবন দুরন্ত ও অন্যরকম ।সেই অন্যরকম জীবনে জন্ম নেয়া একগুচ্ছ গল্প নিয়ে সাজানো হয়েছে বই টি । বই টি তে মোট ১৮ জন লেখক লেখিকার ৩৫ টি গল্প রয়েছে । প্রতি টি গল্প ই অন্যরকম । সবচেয়ে ভাল লেগেছে আরিফ আজাদ ভাইয়ের “তোমায় ভালোবাসি” গল্প টি । বইটির কিছু গল্প হল বিদেশী গল্পের অনুবাদ ।শিহাব ভাইয়ের লেখা দুটি গল্প ই অসাধারণ । বেশি ভাল লেগেছে “রূপকথারাও হেরেছিল “ গল্পের একটি উক্তি –
“সফলকাম তো তারাই – যারা এক ফোঁটা জলের বিনিময়ে পুরো সমুদ্র কিনে নিয়েছিলেন”
অবাধ্য এক ছেলের মায়ের বুকে ফিরে যাওয়ার গল্প রয়েছে বই টি তে ।আরও রয়েছে একজন নার্সের গল্প, যিনি একজন নওমুসলিম বৃদ্ধের চিকিৎসা করতে গিয়েই ইসলামের ছায়াতলে চলে এসেছে।
বই টি তে রয়েছে আরিফুল ইসলাম , জাকারিয়া মাসুদ ভাইয়ের লেখা গল্প ।
বই টি যাদের জন্যযারা মানসিক কষ্ঠে আছেন, বিভিন্ন বিপদে আছেন অথবা যারা আল্লাহর রহমতে সুখে আছেন – সকলের জন্য সমান উপকারে আসতে পারে বইটি। যিনি কষ্টে আছেন তিনি ইনশাআল্লাহ এখান থেকে এমন কিছু পাথেয় অর্জন করতে পারবেন যাতে তার কষ্ট লাঘব হয়। ধৈর্য ধরা যেন সহজ হয় এমন কিছু উপাদান এই বইতে পাওয়া যাবে অনেকগুলো গল্পে। আর যিনি সুখে আছেন, তিনি আল্লাহর প্রতি আরো কৃতজ্ঞ হওয়ার শিক্ষা পাবেন ইনশাআল্লাহ।বইটির বিশেষত্ব –বইটির নামের সাথে প্রতি টি গল্পের ই মিল রয়েছে ।
বই টি তে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে । আমার মতে বই টি সবার ই পরা উচিত ।
বই টি যাদের জন্য
যারা মানসিক কষ্ঠে আছেন, বিভিন্ন বিপদে আছেন অথবা যারা আল্লাহর রহমতে সুখে আছেন – সকলের জন্য সমান উপকারে আসতে পারে বইটি। যিনি কষ্টে আছেন তিনি ইনশাআল্লাহ এখান থেকে এমন কিছু পাথেয় অর্জন করতে পারবেন যাতে তার কষ্ট লাঘব হয়। ধৈর্য ধরা যেন সহজ হয় এমন কিছু উপাদান এই বইতে পাওয়া যাবে অনেকগুলো গল্পে। আর যিনি সুখে আছেন, তিনি আল্লাহর প্রতি আরো কৃতজ্ঞ হওয়ার শিক্ষা পাবেন ইনশাআল্লাহ।
বইটির বিশেষত্ব –
বইটির নামের সাথে প্রতি টি গল্পের ই মিল রয়েছে ।
বই টি তে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে । আমার মতে বই টি সবার ই পরা উচিত ।
গল্পগুলো অন্যরকম PDF সিহিন্তা শরীফা, আনিকা তুবা, আফিফা আবেদিন সাওদা, আরমান ইবন সোলাইমান, আরিফ আজাদ, আরিফ আবদাল চৌধুরী, আরিফুল ইসলাম, আলী আবদুল্লাহ, জাকারিয়া মাসুদ, নুসরাত জাহান, মাহমুদুর রহমান, যাইনাব আল-গাযি, শারিন সফি, শিহাব আহমেদ তুহিন, শেখ আসিফ, সাদিয়া হোসাইন, সানজিদা সিদ্দীক কথা | Golpogulo Onnorokom
Reviewed by bdShroud
on
August 24, 2023
Rating:

No comments: