নামঃ একদিন ছুটি হবে
লেখক : সাজিদ ইসলাম
প্রকাশনী : বুকমার্ক পাবলিকেশন
বিষয় : কবিতা, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : 128, সংস্করণ : 1st Published, 2023, ভাষা : বাংলা
বইটিতে ছোট ছোট কবিতার আকারে অনেক বড় বড় কথা লুকিয়ে আছে যা লেখক খুবি চমৎকার ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন।
মাঝে মাঝে জীবনটাকে মনে হয় খাঁচায় বন্দি পাখির মতো। থাকার জন্য বাসস্থান আছে আলিশান ব্যবস্থা। সময়মতো খাবার ও পরিবেশন করা হচ্ছে এবং সবাই কত যত্ন নেয় মুগ্ধ নয়নে দেখে। তবে শর্ত একটাই - ডানা মেলে উড়তে পারবে না। যার ডানার স্বাধীনতা নেই সে নীল আকাশের বিশালতা বুঝবে কি করে?
আজকাল নীল আকাশের ওপারে আমি চিরতরে উড়তে চাই...
.
বাংলা সমকালীন লেখক দের মধ্যে আমার অত্যন্ত প্রিয়, সাজিদ ভাই তাদের মধ্যে অন্যতম। তার জটিল, সহজ, কিন্তু অর্থপূর্ণ কাজ হৃদয় স্পর্শ করে এবং জীবনের সম্পর্কে ভিন্ন বোধ তৈরি করে। সংক্ষিপ্ত কিন্তু প্রাণবন্ত লেখাগুলো জীবনের প্রতি আলাদা মনোভাব তৈরি করে। সাজিদ ভাইয়ের বইগুলো পাহাড়ে বসে কিংবা সমুদ্রের ধারে ঢেউয়ের আওয়াজ শুনে চিন্তার জগতে নিজেকে ডুবিয়ে রাখার মত করা হয়েছে উপযুক্ত। তবে এই বইটি মূলত সাজিদ ভাইয়ের ফেসবুক স্ট্যাটাস এবং বুকমার্ক পেজে ফটো সহ সম্পূর্ণ ছোট নিবন্ধের একটি সংগ্রহ। অনেকেই আবার এই ছোট ছোট লেখা গুলো নিয়ে বিরক্ত হয়েছেন। কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে এটা ফেসবুক পোস্ট সবসময় এক জায়গায় পাওয়া যায় না.ল। কিন্তু এই লেখাগুলো মূল্যবান এবং দরকারী। বইতে ডুবে গেলে মাঝে মাঝে চিন্তার জগতে হারিয়ে যেতে পারেন।
আমার মনে হয় বইটির এই ছোট ছোট কবিতা গুলোর গুরুত্ব বর্ননা করতে গেলে অনেক গুলো বই লেখা যাবে। মানুষের বর্তমান জীবনে প্রতিটি খুটিনাটি বিষয়ের সমাধান ও ছোট ছোট আমল এর আদলে সাজানো এ কবিতা।
"মানুষ কি বলবে"
এমন ভাবনা তো অনেকেরই আছে। যার কারনে অনেকে অনেক কাজ করতে পারেন না বা করতে গিয়ে ফিরে আসেন।
আপনি কি ভেবে দেখেছেন আপনি মারা গেলে ওই মানুষগুলো আপনার নাম টা ও মুখে আনবে না, বলবে লাশটা বের কর, লাশ টাকে গোসল করাও, লাশটা খাটিয়ায় তোলো, লাশটা কবর দাও। কাল যে আপনার নাম টা মুখে আনবে না তার ভয়ে আজ কেন আপনি আপনার কাজ থেকে দূরে শরে থাকবেন।
ঠিক এধরনের কথা গুলো দিয়েই সাজানো হয়েছে সাজিদ ইসলামের "একদিন ছুটি হবে" বইটি।
অনেকের কাছে এটা হতে পারে মূল্যহিন শুধু মাত্র ফেসবুক স্টাটাস এর মতো। তবে ফেসবুক স্টাটাস হলেও বইয়ের কথা গুলো যে বাস্তব সেটা মানতে হবে।
Post a Comment