🍁🍁Trcam- 7.4🍁🍁
এসে গেল Trcam এর নতুন ভার্সন - Trcam born to shot নামে। লাস্ট যেটা ছিল সেটা 7.2 ভার্সন ছিলো, এখন 7.3 ভার্সন গেপ দিয়ে সরাসরি 7.4 ভার্সন চলে এসেছে।
📌যেহেতু এটা 7.4 এর প্রথম ভার্সন, তাই কিছু ডিভাইসে সমস্যা হতে পারে , কিছু কিছু ডিভাইসে ক্র্যাশ করতে পারে বা আটকে যেতে পারে বা ক্যামেরা থেকে বের করে দিতে পারে। তাই যাদের সমস্যা হবে তারা আগে যেটা ইউজ করতেন সেটাই ইউজ করেন। পরের আপডেটে প্রবলেম সলভ হবে আশা করি। আর যাদের সাপোর্ট করবে তাদের খুব ভালো ফটো উঠবে এটা দিয়ে।
📌সাপোর্টেড ডিভাইস : Snapdragon 600 এর উপরের ডিভাইস যেগুলোতে camera 2api enable আছে। এবং মিডিয়াটেক গুলোতেও চলবে।
.
.
.
.
📌কনফিগ সেট করার পরেও ডিভাইসের আপডেট ভিন্নতার জন্য কিছু কিছু ডিভাইসে ভালো রেজাল্ট নাও আসতে পারে। সেগুলো সলভ করার উপায় -
👉যাদের পিছনের ক্যামেরা অন হবেনা তারা ক্যামেরায় ডুকে পেজ নিচ দিকে টেনে ratio অপশনটা wide crop করে দিবেন।
👉যাদের লালচে ভাব হয়ে যাবে তারা ক্যামেরা সেটিং গিয়ে "lib patcher - first lens - lib patcher - 2nd dehaze অপশন থেকে .625 থেকে 1.000 এর মধ্যে রাখবেন ।
👉যাদের পিক বেশি সাদা বা লাইটিং বেশি হবে তারা color setting- exposure compensation- back/font এ গিয়ে -0.2 করবেন। অথবা Divece model অপশনে গিয়ে back/ Front camera হতে nexus 6p সিলেক্ট করবেন।
.
.
.
.
.
📌ক্যামেরা লিংক : => trCam 7.4
#Note : "Trcam born to shot" লিখা দেখে ডাউনলোড দিবেন। যাদের ডাউনলোড হবে না তারা যেকোন একটা vpn কানেক্ট করে ডাউনলোড দিবেন।
Redmi note 4x sd 3/32 derpfest android 10 rom এ পারফেক্টলি কাজ করে slow motion সহ
TrCam 7.4 link mirror->
.
.
.
📌কনফিগ : যাদের প্রথম কনফিগ দিয়ে ক্যামেরা আটকে যাবে তারা OR দেওয়া দ্বিতীয় কনফিগ ইউজ করবেন। ১ টা কনফিগ দিয়েই day,night, human সব পিক তুলা যাবে সেভাবেই বানানো হয়েছে।
.
.
.
📌Drive লিংক : 1.xml
#Or
.... 2.xml
।
।
mido xml link>: 1.xml - 22 KB
।
।
।
।
📌 কনফিগ সেট করার নিয়ম :
ফোন মেমোরি তে গিয়ে trCamera নামে একটা ফোল্ডার তৈরি করে সেটার ভিতর XMLConfigs নাম দিয়ে আরেকটা ফোল্ডার বানিয়ে সেই ফোল্ডারে ডাউনলোডকৃত xml/config টা রাখবেন।
তারপর ক্যামেরা ওপেন করে যেখানে ক্লিক করে পিক তুলেন তার পাশেই একটি ফাঁকা জায়গা আছে ,সেখানে ডাবল ক্লিক করে সেট করবেন।
আর যাদের আগে থেকেই ফোল্ডার করা ছিল তাদের আর নতুন করে করতে হবে না, সেটার ভিতরে রাখলেই হবে।
Credit: Ryan vai 💞 Gcam usera Of Bangladesh
Post a Comment