-->
zWZ3ZJ90R4zzhbql6NUZDSuEAK5vmsQ96TEJw5QR
Bookmark

কিভাবে পুনরায় জাতীয় বিশ্ববিদ্যালয় এর হারানো রেজিস্ট্রেশন কার্ড বিনামূল্যে নতুন করে বের করবেন

 

কিভাবে পুনরায় জাতীয় বিশ্ববিদ্যালয় এর হারানো রেজিস্ট্রেশন কার্ড বিনামূল্যে নতুন করে বের করবেন?

১ ৷ জিডি করতে হবে অনলাইনে, তারপর সেটি নিয়ে থানায় যাবেন ৷

২ ৷ এরপর একটি আবেদন পত্র লিখতে হবে, নিচে দেয়া আছে ৷

৩ ৷ আবেদন পত্রের সাথে জিডি কপি সহ জমা দিবেন সংশ্লিষ্ট বিভাগে ৷ এরপর ই নতুন প্রিন্ট কপি দিবে ৷

৪ ৷ প্রিন্সিপাল এর স্বাক্ষর & সিল নেয়ার পর আপনার কাজ সম্পন্ন ৷

ধন্যবাদ


জাতীয় বিশ্ববিদ্যালয়ের হারানো রেজিস্ট্রেশন কার্ডের জন্য আবেদনপত্র

বিষয়: হারানো রেজিস্ট্রেশন কার্ডের জন্য আবেদন।


জনাব,


পরীক্ষা নিয়ন্ত্রক,


জাতীয় বিশ্ববিদ্যালয়,


গাজীপুর।


বিনীত নিবেদন এই যে, আমার মূল রেজিস্ট্রেশন কার্ডটি হারিয়ে/পুড়ে/নষ্ট হয়ে গেছে। অনুগ্রহপূর্বক আমাকে একটি দ্বি-নকল রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করার জন্য অনুরোধ করছি।


আমার তথ্য:


১. নাম (ইংরেজিতে বড় অক্ষরে):

২. (ক) পিতার নাম (ইংরেজিতে বড় অক্ষরে):

(খ) মাতার নাম (ইংরেজিতে বড় অক্ষরে):

৩. কলেজের নাম:

কলেজ কোড:

৪. রেজিস্ট্রেশন নম্বর (ইংরেজিতে):

শিক্ষাবর্ষ:

পাঠ্যক্রম:

বিষয়:

৫. জন্ম তারিখ (ইংরেজিতে):

৬. জাতীয়তা:

৭. মোবাইল নম্বর:

৮. বর্তমান ঠিকানা:


সংযুক্তি:

থানায় জিডি'র কপি (যদি প্রযোজ্য হয়)

আমি ঘোষণা করছি যে, উপরে বর্ণিত তথ্যসমূহ সঠিক ও সত্য।


আপনার অনুগত,


(আবেদনকারীর পূর্ণ নাম ও স্বাক্ষর)


তারিখ:


স্থান:


অধ্যক্ষ/প্রধান শিক্ষক কর্তৃক পূরণীয়:


সত্যায়িত


(অধ্যক্ষ/প্রধান শিক্ষকের স্বাক্ষর ও সিল)


তারিখ:


বিঃদ্রঃ


আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে সংযুক্ত করুন।

আবেদনপত্রটি নিজ হাতে  পূরণ করুন।

https://www.next-gentech.co.uk/

আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদনপত্রের নমুনা এবং আরও তথ্য পেতে পারেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ কোন ক্ষেত্রে অতিরিক্ত তথ্য বা কাগজপত্র চাইতে পারে।

Post a Comment

Post a Comment