-->
zWZ3ZJ90R4zzhbql6NUZDSuEAK5vmsQ96TEJw5QR
Bookmark

Pushpa Pushpa (পুষ্পা পুষ্পা) Lyrics Pushpa 2 Movie

Pushpa Pushpa

Film : Pushpa 2 The Rule

Singer : Timir Biswas

Music : Devi Sri Prasad (DSP)

Lyricist : Srijato Bandopadhyay

Story, Screenplay And Direction : Sukumar Bandreddi

Cinematographer : Miresłow Kuba Brożek

Producers : Naveen Yerneni And Ravi Shankar Yalamanchili

Label : T-Series Bangla

Download Mp3 -4MB

Join Telegram

Lyrics:

পুষ্পা পুষ্পা পুষ্পা পুষ্পা

পুষ্পা পুষ্পা পুষ্পারাজ।

আরও পড়ুনঃ Beche Jaoa Valobasa Lyrics Deyaler Desh

তুমি দাড়িতে হাত বোলালে

এই দেশটা কেঁপে ওঠে,

পুষ্পা পুষ্পা পুষ্পা পুষ্পা

পুষ্পা পুষ্পা পুষ্পারাজ,

তুমি কাঁধ উঁচিয়ে হাঁটলে

দুনিয়ার মাটি টলমল করে,

পুষ্পা পুষ্পা পুষ্পা পুষ্পা

পুষ্পা পুষ্পা পুষ্পা,

তুমি উঠে যদি দাঁড়াও

আরও উঠতে হয় আকাশ কে,

পুষ্পা পুষ্পা পুষ্পা পুষ্পা

পুষ্পা পুষ্পা পুষ্পা,

সাগর খুঁড়তে হবে আরও যদি

মাপতে হয় তোমাকে,

পুষ্পা পুষ্পা পুষ্পা পুষ্পা

পুষ্পা পুষ্পা পুষ্পা।


তুমি হয়ো না সেই চড়াই

যে খুব বৃষ্টিতে ভিজেছে

ভেজা পাখনা তোমার এমনটা তো নয়,

তুমি বাজপাখি বা ঈগল হয়ে

মেঘের উপর দিয়ে উড়লে,

বৃষ্টিকেও তোমার পায়ে

নিজের মাথা রাখতে হয়।


পুষ্পা পুষ্পা পুষ্পা পুষ্পা

পুষ্পা পুষ্পা পুষ্পারাজ ..

পুষ্পা জানে অনেক কিছুই

কিন্তু কেবল জানে না –

ভয়-ডর পাওয়া, ব্যর্থতা বা,

জানে না পিছনে হাঁটা, থমকে যাওয়া।


পুষ্পার আছে অনেক কিছুই

তবুও তার যা যা নেই –

ভয়হীন বিন্দাস, নেই দুঃশ্চিন্তা

তাকে যে হারাবে এমন কেউ নেই,

বাধা ও নেই তার।

আরও পড়ুনঃ শাকিব খানের আপকামিং যত মুভি

হেই করো প্রণাম ভগবান কে

কুর্নিশ রাখো গুরুর জন্য,

পা ছুঁয়ে নাও নিচু হয়ে মা’র।

মাথা নিচু করলে চাকর

মাথা তুললে তুমি রাজা,

তোমার চলনটাই তোমার মুকুট

পৃথিবী আর রাজ্য তোমার।

পুষ্পা পুষ্পা পুষ্পা পুষ্পা

পুষ্পা পুষ্পা পুষ্পারাজ ..


যদি কখনো সে পায়ের উপর

পা তুলে বসে,

তবে সামান্য এক পাথর ও হয়

সিংহাসন যে হায়,

আর সত্যিকারের সব সিংহাসন

পাথর হয়ে যায়।

আরও পড়ুনঃ Toofan (তুফান) Movie Shakib Khan

যদি সে তোমাকে কথা দেয়

হাতে হাত রেখে,

তার প্রতিশ্রুতি যেন ঠিক

বন্ধুকের বুলেট,

তাই একবার যদি বেরোয় ফেরত

আসে না ভুলে।


হে কেউ কিছুই নয় তোমার সামনে

তোমার ওপরেও তাই কেউ নেই,

নিজেই নিজের হও তুমি নায়ক

তাই নেই পরোয়া কে কি বললো,

কেউ তোমাকে মানলো কিনা

তোমার যদি দম থাকে তো

ব্র্যান্ড ও তোমার নামেই হোক।

পুষ্পা পুষ্পা পুষ্পা পুষ্পা

পুষ্পা পুষ্পা পুষ্পারাজ ..

সমাপ্ত

আশা করি এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিশ করি। আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান বা দেখতে চান,আমাদেরওয়েবসাইটটি ফলো করে রাখুন।পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেনসম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ


Post a Comment

Post a Comment