-->
zWZ3ZJ90R4zzhbql6NUZDSuEAK5vmsQ96TEJw5QR
Bookmark

Meghe Bhasa Din | Minar Rahman | Lyrics

 Meghe Bhasa Din | Minar Rahman | Lyrics | Bangla Mp3 Songs Download 2022


Download Mp3 -4MB

Join Telegram



Produced by Tajul Islam.

Song: Meghe Bhasa Din 

Singer: Minar Rahman

Lyrics: Isteaque Ahmed

Tune & Music: Minar Rahman

Music Arrangement: Amzad Hossain


Meghe Bhasha Din Lyrics: 

হোক কিছু বোঝাবুঝি ভুল, হোক কিছু বোঝাবুঝি ঠিক

তারপরও যদি চলে যাই, তুমি আর আমি দুজনে দুদিক।

জানিনা কোথায় তুমি হারাবে? 

তোমাকে খুঁজেই যাবো ঘুরে ঘুরে। 

কখনও তোমাকে ছাড়া, হবেনা, আসবো যে ফিরে।


তুমিতো জানো না, তুমিতো বোঝোনি, 

কতটা তোমায় বাসি ভালো,

তোমায় ঘিরে এই আমার মন 

কত স্বপ্ন ওড়ালো...


হোক কিছু মেঘে ভাসা দিন, হোক কিছু পাখিদের গান 

তবে চলো ভুলে যাই, তোমার আমার যত অভিমান।

জানিনা কোথায় তুমি হারাবে? 

তোমাকে খুঁজেই যাবো ধীরে ধীরে। 

কখনও তোমাকে ছাড়া, হবেনা, আসবো যে ফিরে।

তুমিতো জানো না, তুমিতো বোঝোনি, 

কতটা তোমায় বাসি ভালো,

তোমায় ঘিরে এই আমার মন 

কত স্বপ্ন ওড়ালো...

Post a Comment

Post a Comment