-->
zWZ3ZJ90R4zzhbql6NUZDSuEAK5vmsQ96TEJw5QR
Bookmark

Kache Tobu Durey - Habib ft Nancy

 Kache Tobu Durey - Habib ft Nancy | Goonjohn Rahman - (Official Audio) Bangla Mp3 Song With Lyrics








Download Mp3 -4MB

Join Telegram


Song : Kache Tobu Durey 
Artists : Habib Wahid & Nancy 
Song composed, 
Produced & Arranged by Habib Wahid 
Lyrics : Goonjohn Rahman

Kache Tobu Durey Lyrics (কাছে তবু দূরে)

কাছে তবু দূরে লিরিক্সঃ

কেন বলো না এই বাঁধার দেওয়াল
তোমাকে আমাকে করেছে আরাল
আমার স্বপ্ন জুড়ে শুধু তুমি
তবু তোমার কেন নয় আমি
পারিনা কেন ছুতে তোমায়
কেন বল এত অসহায়
এত কাছে তবু এত দূরে
ফিরে আসি আবার ফিরে যায়
জানি যে শুধু তোমাকে চায়
দেখনা এ হৃদয়টা ঘুরে।

কেন বলো না এই বাঁধার দেওয়াল
তোমাকে আমাকে করেছে আরাল
এসো ভুলে যাই যত বাঁধা
কালো, সাদা হোকনা রঙিন
তুমি আমি মিলে ঐ নীল


ডানামেলে ভাসি অমলিন
আমি জানিনা কি ছিল আগে
জানি শুধু তুমি যে আমার
তাই ভাবিনা কি আছে পরে
ভাবি শুধু আমি যে তোমার
ভালোবাসার ছোট্ট জীবন
কেটে যাক হাতে রেখে হাত

এর বেশি বলো আর কি চায়।
আমার স্বপ্ন জুড়ে শুধু তুমি
তবু তোমার কেন নয় আমি
পারিনা কেন ছুতে তোমা

কেন বল এত অসহায়
এত কাছে তবু এত দূরে
ফিরে আসি আবার ফিরে যায়

জানি যে শুধু তোমাকে চায়
দেখনা এ হৃদয়টা ঘুরে।

কেন বলো না এই বাঁধার দেওয়াল
\
তোমাকে আমাকে করেছে আরাল
Post a Comment

Post a Comment