-->
zWZ3ZJ90R4zzhbql6NUZDSuEAK5vmsQ96TEJw5QR
Bookmark

Ghalib Lyrics | গালিব | Mp3 Download | Mirza

Ghalib

Song : Ghalib

Film : Mirza

Singer And Composer : Ishan Mitra

Lyricist : Barish

Choreographer : Rahul Veer Kumar Ghosh

Director : Sumeet Saahil

DOP : Animesh Ghorui

Editor : Sanglap Bhaumik

Publicity Design : Join The Dots

Label : Surinder Film

Download Mp3 -4MB

Join Telegram

Lyrics

থাকতে আমি চাই তোরই কুরবাতে

ও মন রে,

থাকতে আমি চাই তোরই কুরবাতে।

আয় সবনামী সকাল নিয়ে সাথে

তুই শোন রে,

থাকতে আমি চাই তোরই কুরবাতে।

আরও পড়ুনঃ Rajkumar Movie Shakib Khan

করিনা যে পরোয়া কারো

হয়ে গেছি আওয়ারা আরো,

ধরেছে যে প্রেমেরই ভূতে।

মাথা ঘুরে যায় দেখে তোকে

ফিদা আমি এক ঝলকে,

আসি তাই ছায়াকেও তোর ছুঁতে, হায়।

আরও পড়ুনঃ Dard Movie Shakib Khan

সায়ার হয়ে পরছি কাজল চোখে

তুই চাইলে রে,

গালিব বলে এ মির্জা কেউ লোকে।

আরও পড়ুনঃ Mirza (মির্জা) Movie Ankush Hazra

দুয়া এ মন তোকে করেই যায়

আতর মাখালি কোন আমার গায়,

বুঝিনা তুই ছাড়া কিছুই আর যেন।

পড়েছি তোর জালেই ধরাশেষে

তোরই রাজত্ব এই মনের দেশে,

হৃদয় তো গুলমোহর দিয়েই সাজানো।

আরও পড়ুনঃKhadaan (খাদান) Movie Dev

জানে খুদা জানে সবই যে

বস করেছিস কি তাবিজে,

মিশে আজ তুই সবকিছুতে ..

মাথা ঘুরে যায় দেখে তোকে

ফিদা আমি এক ঝলকে,

আসি তাই ছায়াকেও তোর ছুঁতে, হায়।

আরও পড়ুনঃ শাকিব খানের আপকামিং যত মুভি

সায়ার হয়ে পরছি কাজল চোখে

তুই চাইলে রে,

গালিব বলে এ মির্জা কেউ লোকে।

আরও পড়ুনঃ Toofan (তুফান) Movie Shakib Khan

সমাপ্ত

আশা করি এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিশ করি। আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান বা দেখতে চান,আমাদেরওয়েবসাইটটি ফলো করে রাখুন।পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেনসম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ

Post a Comment

Post a Comment