তুমি ফিরবে বলে (মেল ভার্সন)
লেখক : জাকারিয়া মাসুদপ্রকাশনী : সাবিল পাবলিকেশনবিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা, দাওয়াহ, দ্বীনের পথে আহ্বানপৃষ্ঠা : 192
"তুমি ফিরবে বলে " বইটি মানুষকে আল্লাহর কাছে ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা নিয়ে একটি মর্মস্পর্শী গল্প। এই বইয়ের প্রতিটি অধ্যায়ে, নবী দাওয়াতের প্রতিটি শব্দে মিশে আছে পথভ্রষ্ট যুবকের প্রতি ভালোবাসা। তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য জরুরি আহ্বান রয়েছে। এই বইটি সকলের জন্য সমানভাবে প্রাসঙ্গিক, সদ্য মিশে যাওয়া কিশোর থেকে মধ্যবয়সী ভদ্রলোক থেকে প্রাপ্তবয়স্ক সমাজপতি পর্যন্ত।
বহুবার চোখের জল গরিয়েছে। এক কাপ কফিতে হবে কি শেষ? আমার অশ্রু শিক্ত নয়ন ফিরতে চায় সেই রবের দিকে। জীবনে কফি খাওয়া হয়েছে অনেক কিন্তু অশ্রু শিক্ত নয়নে কফি খাওয়া হয় নি।তুমি ফিরবে বলে মেল ভার্সন, ফিমেল ভার্সন কোনটাই আমার অশ্রু থামাতে পারে নি।
তুমি ফিরবে বলে, বইটি মূলত আল্লাহর পথে আসার কথা বলা হয়েছে। বইটির এই কথা গুলাবেশি ভালো লাগলো:
ভাই আমার! অনেক তো হলো। আর কত?
মিথ্যে মোহ আর নাটুকেপনা ঝেড়ে ফেলে এবার ফিরে এসো।সুপ্ত প্রতিভা গুলোকে গলা টিপে হত্যা করো না নিজ হাতে।তোমার মধ্যে যে সুন্দর কুঁড়িটা লুকানো আছে, সেটাকে অবহেলায় অনাদারে বিনষ্ট হতে দিয়ো নাহ।
তাকে পুষ্প হতে দাও।এমন পুষ্প, যেটা
নীরবে নিভৃতে বেড়ে উঠবে।মানুষ নিশ্বাস নিক প্রাণ খুলে মনভরে। তুমি দেখ নিয়ো,ফিরে এলো সামান্য কষ্টের মেজাজটা আর বিগড়ে যাবে না।
খামোখা ঝগড়া লাগবেও না কারও সাথে। নাপাওয়ার বেদনা করবে না কখনো।
হতাশা নামক শব্দটা হারিয়ে যাবে তোমার অভিধান থেকে।অন্যরকম প্রশান্তি আসবে হৃদয়ে। ফুরফুরে লাগবে সবকিছু। কেমন জানি একটু বেশি সতেজতা অনুভব করবে। আকাশটা আগে আগের চেয়েও নীল মনে হবে। দক্ষিণা বাতাসটাকে উপলব্ধি করতে পারবে আরো প্রবলভাবে। রুপোলি জোছনা কথা বলবে তোমার সাথে। গগনের মেঘ ইশারায় ডাকবে শ্রাবণ- দিনে।বৃষ্টিবিলাসে পুলকিত হবে হৃদয়। জোনাকির আলো- সবকিছু নতুন মনে হবে।কেমন জানি এক অন্যরকম রোমাঞ্চ অনুভব করবে।এই তুমি এক নতুন তুমিতে রুপান্তরিত হবে।
‘‘হে মানুষ! কিসে তোমার মহান প্রতিপালক সম্পর্কে বিভ্রান্ত করল?’’ — (সূরা ইনফিতার, আয়াত ৬)
আয়েশা সিদ্দিকাঃ
"তুমি ফিরবে বলে" নামটা শুনেই আমার মনে হয়েছিল এটা একটা রোমান্স উপন্যাস। সম্ভবত সেখানে, যেখানে মানুষ তার লোকদের জন্য অপেক্ষা করে। তাই হয়তো তার প্রত্যাবর্তনের অপেক্ষায় লিখেছি।
তুমি ফিরবে বলে তরুণদের জন্য একটি ইসলামিক বই। আমরা কী চাই, কী অর্জন করি, আমাদের লক্ষ্য এবং আমাদের আকাঙ্ক্ষা বাস্তবের আলোকে উদ্ভাসিত হয়। এই বইটি আপনাকে আপনার জীবন পুনর্বিবেচনা করতে সাহায্য করবে। হয়তো এটা কারো নীড়ে ফেরার গল্প।
সর্বোপরি, আজকের তরুণ প্রজন্মের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার ধর্মকে উপেক্ষা করে শুধুমাত্র আপনার চাকরির কথা চিন্তা করেন, তাহলে আপনি ভবিষ্যতের পরীক্ষার প্রশ্নপত্রে 0 পয়েন্ট পাবেন। অতএব, আপনি ভাল সময়ে নিজেকে প্রস্তুত করা উচিত।
যারা দ্বীন থেকে মুখ ফিরিয়ে রেখেছেন, সত্যকে জেনেও গ্রহণ করতে পারছেননা; তাদের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ ও সুন্দর।
Post a Comment