-->
zWZ3ZJ90R4zzhbql6NUZDSuEAK5vmsQ96TEJw5QR
Bookmark

দ্যা রিভার্টসঃ ফিরে আসার গল্প PDF সামছুর রহমান ওমর The Reverts : Fire asar Gorlpo

দ্যা রিভার্টসঃ ফিরে আসার গল্প 

লেখকঃ সামছুর রহমান ওমর (রূপান্তরকারী), কানিজ শারমিন (রূপান্তরকারী)
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : ইসলামি আদর্শ ও মতবাদ
পৃষ্ঠা : 256

মানুষ সহজাতভাবই সত্যকে খুঁজে বেড়ায়। মিথ্যা জাকজমকভাবে মানুষের কাছে আসলেও তা থেকে কখনো শান্তি পাওয়া যায় না। সাময়িভাবে মনে শান্তি লাগলেও চির প্রশান্তির জন্য তা যথেষ্ট না। ক্ষনিকের আনন্দ পেলেও অন্তর সবসময় সত্যকে খুঁজে ফিরে। সত্যকে জানার জন্য মানুষ ব্যাকুল থাকে। কেউ সত্যকে আলিঙ্গন করতে পারে আবার কেউ পারে না। কেউ আলোর পরশে নিজেকে রাঙ্গিয়ে তোলে আবার কেউ ডুবে যায় নিকশ অন্ধকারে।

‌‌‌‍ বইয়ের বিষয়বস্তুঃ

দ্যা রিভার্টস বইটি এমনই কিছু সত্যকে খুঁজে বেড়ানো মানুকে নিয়ে লেখা। যারা সত্যকে খুঁজছে, জানার চেষ্টা করেছে, চিন্তা করছে এবং পরিশেষে আল্লাহর রহমতে হেদায়েতের নূরের দেখা পেয়েছে। এমনই হেদায়েত প্রাপ্ত ১৩ জন মানুষের ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়ার গল্পনিয়ে সাজানো হয়েছে বইটি। বইটিতে বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের মানুষের সত্যকে খোঁজার কাহিনী রয়েছে। রয়েছে সুখ-দুঃখ, চিন্তা-ক্লেশ, কষ্ট-আনন্দ ইত্যাদির সংমিশ্রণে বাস্তব জীবনর গল্প।


‌‌ ‍আমার অনুভূতিঃ

বইটির এক একটি গল্প পড়ে আমি নিজের কান্না ধরে রাখতে পারছিলাম না। বইটি সত্যাই অনেক হৃদয়গ্রাহী। মন-হৃদয় ছুয়ে যায় বইটি। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। গল্পগুলো বাস্তব হওয়ায় নিজেকে সামলাতে পারছিলাম না। মাঝে মাঝে আমার নিজের এবং মুসলিম ভাইদের প্রতি ঘৃনা হচ্ছিল দাওয়াতি কাজে নিজেদের এত অবহেলা চিন্তা করে। আবার অনেক সময় গর্ববোধ হচ্ছিল মুসলিম ভাইদের দাওয়াত এবং ইসলামি চিন্তাধারা দেখে। সব মিলিয়ে বইটা একজন মুসলিমের জন্য অনেক হৃদয়গ্রাহী।


‍ কারা পরবেন?

আমরা মুসলিম হিসেবে জন্মগ্রহন করে ইসলামের আসল রূপ সম্বন্ধে জানা হয় না। আমাদের ধারণা মুসলিম হলেই জান্নাতে যাওয়া যাবে। আসলে এটি মূর্খ মুসলিমরা ধারণা করে। এই বইয়ের গল্পগুলো পড়লে আমরা বুঝতে পারব মুসলিম হিসেবে জন্মগ্রহন আল্লাহর কত বড় নিয়ামত।




Post a Comment

Post a Comment