ফেরা ২
প্রতিদিন পাঁচবার মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের সুমধুর ধ্বনি । অথচ সেই ধ্বনি আমাদের জন্মসূত্রে মুসলিম হওয়াদের অন্তরকে আন্দোলিত করেনা । অথচ সেই একই মিনার থেকে ভেসে আসা ধ্বনিই পাল্টে দেয় কোনো কোনো অমুসলিমদের জীবন । হৃদয় গহীনে খুঁজে পায় তারা প্রশান্তির ছায়া আর মহান রবের পরিচয় । সেই তাদেরই সত্যিকার ঘটনা নিয়ে সাজানো “ফেরা-১” এরপর এবার পাঠকের হাতে এসেছে “ফেরা-২” ।
.
❒ বইটি সম্পর্কে—
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
দুজন হিন্দু বোনের সত্যের পানে নির্নিমিখ ছুটে চলার উপাখ্যান দিয়ে সাজানো হয়েছে “ফেরা-২” । মনিকা থেকে আয়িশা আর নীলম থেকে মারইয়াম হয়ে ওঠার এক অশ্রুসজল উপাখ্যান । দু-বোনের অপরিসীম ত্যাগ, বিসর্জন ও অবিশ্বাসী ঈমানি শক্তির খন্ডিত অংশ নিয়ে বইটি মলাটবদ্ধ হযেছে । মূল বইটি উর্দু ভাষায় রচিত । লেখিকা- বিনতু আদিল । প্রকাশিত হয়েছে “সমকালীন প্রকাশন” থেকে । পৃষ্ঠা সংখ্যা–১২০ । প্রচ্ছদ মূল্য–১৭২ টাকা ।
.
❒ বইটি কাদের জন্য—
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
আমার মতে বইটি ৩ শ্রেনির মানুষের জন্য ।
১) যারা ফেরা-১ পড়ে নিজেদের লাইফস্টাইলে ঝাঁকি খেয়েছিলেন, তাদের জন্য ।
২) আপনার যেসব মুসলিম বন্ধু/বান্ধবী দ্বীনকে ভুলে বসে আছে ।
৩) ক্লাসের হিন্দু বন্ধু/বান্ধবীদের জন্য ।
.
❒ ভাল লাগা–
▔▔▔▔▔▔▔▔▔▔▔
বইটি অনুবাদ করেছে, সাদিকা সুলতানা সাকী । বইয়ের অনুবাদ এককথায় অসাধারন হয়েছে । যেন সাহিত্যের ফল্গুধারা বইয়ে গেছে । অনেক নতুন নতুন শব্দের সাথে পরিচিত হয়েছি । বইয়ে আয়িশার দুআগুলো অন্তরের প্রভাব ফেলার মতো । সে দুআগুলো থেকে একজন পাঠক খুঁজে পাবে ঈমান বৃদ্ধির উপকরন আর তাওয়াক্কুলের শিক্ষা ।
খারাপ লাগার মতো কিছু চোখে পড়েনি । তবে একটা অপূর্নতা রয়ে গিয়েছে মনে হয়েছে । সেটা হচ্ছে, আয়িশার বিয়ের পর মারইয়ামের কি হয়েছিল সেটা বইয়ে আসেনি । সে কি দ্বীনের উপর অটল ছিল নাকি বাবা-মায়ের কাছে ফিরে গিয়েছিল ?
–
বইয়ের প্রচ্ছদও খুব ভাল লেগেছে । বোঝাই গেছে ফেরা-১ এর সাথে মিল রেখে প্রচ্ছদটি করা হয়েছে । পৃষ্ঠাসজ্জা,পৃষ্ঠামান সবকিছুই প্রশংসনীয় । বইয়ের ঘটনাগুলো পয়েন্ট আকারে শিরোনামসহ উল্লেখ করা হয়েছে, যেকারনে পড়তে খুবই ভাল লেগেছে । সুখপাঠ্য মনে হয়েছে ।
.
❒ শেষ কথা–
▔▔▔▔▔▔▔▔▔▔
প্রিয় পাঠক, আমন্ত্রন রইল দু-বোনের এই দুঃসাহসী যাত্রার সাক্ষী হওয়ার জন্য । নিজেদের জীবন নিয়ে আরেকবার ভেবে উঠতে সাহায্য করবে বইটি । বইটিতে রয়েছে ঈমানকে মজবুত করার যথেষ্ট খোরাক । আশা করি বইটি আপনাকে হতাশ করবে না ।
Post a Comment