-->
zWZ3ZJ90R4zzhbql6NUZDSuEAK5vmsQ96TEJw5QR
Bookmark

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ Pdf আরিফ আজাদ | Quran Theke Newya Jiboner Path Pdf Arif azad Book

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ Pdf eboiself


কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ

লেখক : আরিফ আজাদ
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন
বিষয় : ইসলামী সাহিত্য

একটা প্রন্থ বদলে দিয়েছে পুরো একটা সভ্যতাকে। সারা দুনিয়ায় এমন ঘটনা আর একটা ও নেই।
কী আছে সেই কুরআনে যার স্পর্শে এলে মানুষ হয়ে যায় পাগল পাড়া? কী এমন তার শক্তি যা আমুল বদলে দেয় মানুষের চিন্তাধারা ও জীবন পদ্ধতিকে? কী আশ্চর্য তার ক্ষমতা যা শুনার জন্য চরম শত্রুরাও কান পেতে থাকে রাতের আধারে আড়ালে?


জীবনের যেই উদ্দেশ্য আর রহস্যের সন্ধানে একদা হেরা গুহায় দিন কাটিয়েছিলেন নবিজী সাল্লালল্লহু আলাইহি ওয়াসাল্লাম, সেই উদ্দেশ্যের স্বরূপ উপস্থাপনা এই কুরআন। আগাগোড়া পাপে জর্জরিত একটা সভ্যতা এই কুরআনের স্পর্শে হয়ে উঠেছে অজেয়, অপতিরোধ্য। ব্যক্তিক, সামাজিক ও রাষ্ট্রীয় সবখানে এই কুরআন নিউক্লিয়াসের ভূমিকায়। অন্ধকারে ডুবে থাকা একটা সমাজকে এই কুরআন বানিয়েছে আলোর উৎস। পৃথিবির প্রান্তে প্রান্তে , দিগন্ত থেকে দিগন্তে ছরিয়ে পরেছে আই আলোর  ঝলকানি।

"তারা কি কুরআন নিয়ে গভীর চিন্তা-ভাবনা করেনা? নাকি তাদের অন্তর তালাবদ্ধ?’
– সূরা মুহাম্মাদঃ ২৪

আরিফ আজাদ ভাইয়ের নতুন প্রকাশিত বই ‘কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ’  কুরআন নিয়ে আরিফ আজাদ ভাইয়ের চিন্তা ভাবনা অনেক গভীর যেটা বইটি পড়ে বুঝতে পারলাম।

বইটি পড়ার সময় আপনাদের উপরোক্ত আয়াতের কথা বারবার মনে পড়েতে পারে।

আমাদের এই ছোট্ট জীবনে অনেক গল্প আমরা শুনেছি,পড়েছি। কিন্তু পবিত্র মহাগ্রন্থ আল কুরআনের অনেক গল্প হয়তো এখনো আমাদের অজানা।


যে গল্পগুলো আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতার পথ দেখাতে পারে। সেই ধরনের কুরআনিক গল্পগুলোই আরিফ আজাদ ভাই তার নিপুণ কথামালার মাধ্যমে এই বইয়ে তুলে ধরেছেন ।

বইটির উদ্দেশ্যেঃ

শয়তানের ধোকায় পড়ে যারা নিজের অস্তিত্ব কে হারাতে বসেছে, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা কে ভুলে গিয়েছে। নিজেদের দুনিয়া ও আখিরাত কে বরবাদ করে দিচ্ছে।

তাদেরকে কুরআনের দিকে ফিরিয়ে আনার আন্তরিক প্রচেষ্টা করেছেন লেখক "কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ" বইটির মাধ্যমে।


এই বইয়ের সবগুলো পাঠ প্র্যাক্টিসিং মুসলিমদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। কিছু মেসেজ সত্যিই অবাক করার মতো। ১৪০০ শত বছর আগের নবিজীর রেখে যাওয়া বাণী কিভাবে যুগোপযোগী হতে পারে? সত্যিই মহান রব। সত্যিই তিনি আল-আ’লীম অর্থাৎ সর্বজ্ঞানী।

সত্যিই বইটি আসলে অতি প্রশংসার দাবিদার এবং লেখক মাশাআল্লাহ অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন কুরআনের বাস্তবিকতা ।


বইটির উল্লেখযোগ্য কয়েকটি অধ্যায়ঃ

  1. ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা,বিন্দু বিন্দু জল।
  2. নীল দরিয়ার জলে।
  3. ছুটে আসে আগুনের ফুলকি।
  4. যে আঁধারের রং নীল।
  5. ঝরা পাতার কাব্য।
  6. অন্তর বাঁচানোর মন্তর।
  7. এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে।
  8. চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি।
  9. তোমার প্রতিবেশী করে নিয়ো।
  10. ভীষণ একলা দিনে।


আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে চমৎকার একটি বই উপহার দিয়েছেন লেখক। বিশেষ করে তরুণ সমাজের জন্য খুব উপকারী এবং যুগোপযোগী একটি বই হবে ।"কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ" বইটি।


 
Post a Comment

Post a Comment