-->
zWZ3ZJ90R4zzhbql6NUZDSuEAK5vmsQ96TEJw5QR
Bookmark

দ্য কেয়ারিং ওয়াইফ pdf মোঃ মতিউর রহমান | The Caring Wife Pdf Mohammad Motiur Rohman

দ্য কেয়ারিং ওয়াইফ pdf eboiself

দ্য কেয়ারিং ওয়াইফ

লেখক : মোঃ মতিউর রহমান
প্রকাশনী : মিফতাহ প্রকাশনী
বিষয় : পরিবার ও সামাজিক জীবন, বিয়ে 
পৃষ্ঠা : 176, ভার্সন: পিডিএফ 

শরঈ সম্পাদক : মুফতি নাজমুল ইসলাম কাসেমী 

 


বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায়  পারিবারিক কাঠামো গুলো যেন দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। আজকাল এক ছাদের নিচে বসবাস কররেও স্বামী-স্ত্রীর সম্পর্ক যেন ঠিক ভাল যাচ্ছেনা, কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। স্বামী-স্ত্রীর মাঝে সংসার জীবনের প্রকৃত লক্ষ্য হারিয়ে যাচ্ছে, যার ফলে বরকত কমে যাচ্ছে। ডিভোর্সের সংখ্যাও বেড়ে যাচ্ছে দিনকে দিন। গবেষণায় পাওয়া গেছে শুধু ঢাকা শহরেই প্রতিদিন গড়ে ৩৯ জনের ডিভোর্স হচ্ছে। সমাজে বিভিন্নরকম অসামাজিক কাজকর্ম ও অশ্লীলতা বাড়েই চলেছে। আর শুধু এইসব সমস্যার সমাধানই নয়, একটি সুখী দাম্পত্য জীবনকে আরও সুন্দর ও আরও বৈচিত্র্যময় করে তুলতে মোঃ মতিউর রহমানের ‘দ্য কেয়ারিং হাজব্যান্ড’ এবং ‘দ্য কেয়ারিং ওয়াইফ’ নামক বই সিরিজটি খুব কার্যকরী ভূমিকা হিসেবে পালন করবে ইনশাআল্লাহ।



আজকে কথা বলবো "দ্য কেয়ারিং ওয়াইফ" বইটি নিয়ে। সুখী পরিবার গঠনে স্ত্রীর ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে বইটিতে। লেখক মোহাম্মদ মতিউর রহমানের পরিবার ও সামাজিক জীবন নিয়ে লেখা বইটি। এখানে প্রায় ৩৮টি এর মত অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে। কিভাবে একটি সুখী পরিবার গঠন করা যায় সেখানে স্বামী স্ত্রী এর ভূমিকা সম্পর্কে বিশেষ ভাবে আলোচনা করা হয়েছে।

বিবাহের উদ্দেশ্যঃ

বিয়ে করারা মাধ্যমে একটি পরিবার গঠন করা সম্ভব। যেখানে কেউ তার মানসিক শান্তি খুজে পাবে। তার সুরক্ষা নিশ্চিত করতে পারবে। আর অবিবাহিত ব্যাক্তি ঠিক জেনো নীরহিন একটি পাখি। এক সময় সে জীবনের ব্যস্ততায় হারিয়ে যায়। অপরদিকে পরিবার একটি আশ্রয় স্বরূপ যা তাকে হারিয়ে যেতে দেয় না। বিবাহিত ব্যক্তি তার জীবনের সুখ-দুঃখ তার সঙ্গীর সাথে ভাগ করে নেওয়ার সুযোগ পায়।

এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-

❝আমি বিবাহ করেছি, যে আমার (এই) নীতি থেকে মুখ ফিরিয়ে নেবে, সে আমার উম্মত নয়❞

 সহিহ বুখারি, হাদিস নাম্বার ৫০৬৩, সহিহ মুসলিম, হাদিস নাম্বার ৩৪০৩।

নারী হচ্ছে ঘরের রাণী। ঘরের নেত্রী। সে কিভাবে একটি পরিবার কে সুন্দর মত পরিচালোনা করবে পরিবারের যত্ন নেবে। কিভাবে আগলে রাখবে একটি পরিবার কে সে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বইটিতে। একজন স্ত্রী তার কি কি অধিকার পাবে এবং তার কি কি দায়িত্য রয়েছে সে সম্পর্কে  আলোকপাত করা হয়েছে।

এক কথায় বলা জায় বইটি একটি সুন্দর ওঃ সূখী পরিবার গঠনের কারীগর হিসেবে কাজ করছে।




Post a Comment

Post a Comment