প্যারেন্টিং
প্যারেন্টিং
- সন্তান জন্ম নেয়ার আগের প্রস্তুতি
- সন্তান জন্ম নেয়ার পরের করণীয়
- সন্তান স্কুলে যাওয়ার আগ পর্যন্ত দায়িত্ব
- সন্তানের স্কুল জীবনের গাইড লাইন
- সন্তানের কলেজ/ইউনিভার্সিটি জীবনের গাইড লাইন
- সন্তানের শিক্ষা জীবনের পরবর্তী জীবন
প্রতিটি ধাপের বিস্তারিত আলোচনা করা হয়েছে বইটিতে।
বর্তমান যুগে সন্তান লালন পালন করতে গিয়ে বাবা মা’দের অনেক বেশি কষ্ট করতে হয়। বিশেষ করে সে সব বাবা মা’রা যারা সন্তানদের ইসলামের আলোকে বড় করতে চান। এই প্রতিকূল পরিবেশে থেকেও বর্তমান সময়ের বাবা মা’রা তাদের সন্তানকে শুধু নামে মুসলিম না বরং একজন পরিপূর্ণ মুসলিম হিসেবে যে ভাবে গড়ে তুলতে পারবেন তারই দিক নির্দেশনা দেওয়া হয়েছে বইটিতে।
সন্তান প্রতিপালনে লোকমান হাকিমের উপদেশবলী, শিশুদের প্রতি নবী (সাঃ) এর ভালোবাসা, প্যারেন্টিং বিষয়ে নুমান আলী খানের পরামর্শ সবচেয়ে বেশি অসাধারণ লেগেছে।
ছোট বেলা থেকে সন্তানকে নামাজী করে গড়ে তুলতে হবে, মেয়ে শিশুদের হিজাবের অভ্যাস করতে হবে, সন্তানকে সিয়াম পালনের অভ্যাস করতে, সন্তানকে ইসলামী আদব শিক্ষা দিতে হবে, প্রিয় নবি মুহাম্মাদ (সাঃ) কে সন্তানের জীবনের রোল মডেল বানাতে সাহায্য করতে হবে, সন্তানের অধিকার ও সন্তানকে নির্ভুল জ্ঞান প্রদান নিশ্চিত করতে হবে সন্তানের সাথে বাবা মা’র আচরণ ও সন্তানকে বাবা মা’র গুরুত্ব বোঝাতে হবে, টিনেইজ বয়সে সন্তানেরা যে সকল সমস্যায় পড়ে সে সমস্যা গুলো থেকে সন্তানকে বাঁচানোর উপায় ইত্যাদি সহ গুরুত্বপূর্ণ বিষয় গুলো কিভাবে করতে হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে বইটিতে।
বইটির প্রতিটি বিভাগ ও বিষয় অনুযায়ী কোরআনের আয়াত এবং হাদিসের রেফারেন্স উল্লেখ করা আছে যাতে আপনি সহজেই বুঝতে পারেন আর আপনার মনে কনো সংশয় না থাকে।
এছাড়াও বইটির মধ্যে ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইট এর লিংক দেওয়া আছে যেখান থেকে বাবা মায়েরা সন্তান লালন পালন সংক্রান্ত বিষয়ে আরও জ্ঞান অর্জন করতে পারে। শিশুর সুস্থ বিনোদনের জন্য বিভিন্ন ইসলামিক ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। প্যারেন্টিং বিষয়ের প্রায় সকল দিক নিয়েই আলোচনা করা হয়েছে বইটিতে।
বইটির সূচিপত্র দেখেই আপনি বুঝে যাবেন যে বইটিতে কতটা গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল।
বইয়ের প্রতিটি অধায় আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করবে।
আমি মনে করি প্যারেন্টিং বিষয়ের উপরে এটি একটি পূর্ণাংগ বই যার মাধ্যমে শিশু প্রতিপালন সম্পর্কে সকল কিছু জানা যায়। আসলে প্যারেন্টিং জিনিসটা যে এতো বড় দায়িত্ব তা বইটি না পড়লে কখনো বুঝতে পারতাম না। বাবা মা ছাড়াও পরিবারের অন্য সদস্যদের বইটি একবার হলেও পড়ে দেখা উচিত কারন একটি শিশু তার বাবা মা ছাড়াও পরিবারের অন্য সদস্য দের সাথেও অনেকটা সময় কাটায়।
সর্বশেষ একটাই কথা বলবো, যে সব বাবা মা নিজেদের সন্তানদেরকে একজন ইসলামের সৈনিক হিসেবে গড়ে তুলতে চান সেই সব বাবা মা’দের জন্য এটি অবশ্য পাঠ্য একটি বই। এবং বইটি ঐ সকল ভাই বোনদের জন্য যারা নিজেদের চেয়ে তাদের সন্তানের ভবিষ্যত নিয়ে বেশি চিন্তা করেন এবং তাদের সন্তানদের এই পৃথিবীতে ও আখিরাতে উভয় ক্ষেত্রেই রক্ষা করতে চান।
Post a Comment