-->
zWZ3ZJ90R4zzhbql6NUZDSuEAK5vmsQ96TEJw5QR
Bookmark

লাভ অফ আল্লাহ PDF বাংলা রিভিউ - মিশারী আল-খারাজ | Love Of Allah Book PDF Download Bangla Review eboiself

লাভ অফ আল্লাহ PDF eboiself



লাভ অফ আল্লাহ

লেখক : মিশারী আল-খারাজ
প্রকাশনী : দারুল আরকাম
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : 64, কভার : হার্ড কভার

নামাজ হচ্ছে ইবাদতের মধ্যে সবচেয়ে সুন্দর উপায়। এটি এমন একটি আমল যা অসীম শান্তি নিয়ে আসে এবং আত্মার তৃষ্ণা মেটায়। আপনার দেহ জমিনে থাকবে কিন্তু আপনার আত্মা আল্লাহর আরশের নীচে অবস্থান করবে। নামাজ আল্লাহর পক্ষ থেকে একটি মহান উপহার। এতে অই শান্তি এবং আনন্দ রয়েছে যা আমরা সবাই খুঁজছি।


মানবজাতির মূল উদ্দেশ্য হলো মহান আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপন করা আল্লাহ পাকের রহমত ও মুহাব্বত দ্বারা নিজের অন্তর কে আলোকিত করা। 
আল্লাহ তাআলা বলেন: "ঈমানদারগন আল্লাহ তাআলাকে বেশি মুহাব্বত করে।"


'লাভ অফ আল্লাহ' বইটিতে এই বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। নামাজ ছাড়া অন্য কোন কিছুর দ্বারাই আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সম্ভব নয়।

একদা ইমাম বুখারি (রঃ) নামাজ আদায় করছিলেন তখন এক বিশাক্ত পোকা তাকে ১৭ বার দংশন করে কিন্তু তিনি নামাজ ছাড়েন নি, যখন তার নামাজ শেষ হয় তখন তিনি খুব ব্যাথা অনুভব করে এবং সবাইকে জিজ্ঞাসা করতে থাকে তোমরা কি বলতে পারো আমাকে কিসে কষ্ট দিয়েছে?

এভাবে আরও অনেকেই নামাজের ব্যাপারে আতোটাই বিনয়ি আর মনোযোগই ছিলো যে দুনিয়ায় কোন কিছুতেই তাদের মনোযোগ নষ্ট করতে পারতো না।



আপনি হয়তো জানেন যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন কোন বিষয়ে চিন্তিত হতেন এবং নামাযের সময় হয়ে যেত, তখন বলতেনঃ হে বেলাল! আমাকে শান্তি দাও (নামাজের মাধ্যমে)।

এই সুখ আর প্রশান্তি কেবল আমাদের পূর্বসুরিদের জন্য নয়, আমারাও নামাজের মাধ্যমে ওই সুখ আর শান্তি ভোগ করতে পারি। তবে এই প্রশান্তি পেতে অন্তরের মনোনিবেশ ভিশন ভাবে জরুরি। আপনি যদি এর দ্বারা নিজেকে আরাম আর প্রশান্তির সাগরে ভাসাতে চান তাহলে আপনার অন্তরকে এর সাথে লাগাতে হবে। আল্লাহ জন্য ১০ মিনিট (যখন নামাজ আদায় করবেন) সময় মুহাব্বতের সাথে আল্লাহ দিকে মনো নিবেশ করতে হবে। দুনিয়াবি কাজ-কর্ম করার জন্য তো আপনার হাতে আরো ২৩ ঘন্টা সময় রয়েছে। এই ১০মিনিট সময় আল্লাহ জন্য নির্ধারণ করুন আর আল্লাহ কে ভালোবাসুন, আল্লাহর নৈকট্য হাচিল করুন তা সাক্ষাৎ লাভের জন্য এই সময় টুকো নির্ধারণ করে রাখুন।

৬৩ পৃষ্টার এই ছোট্ট বইটি পড়ে আপনি শিক্ষতে পারবেন কিভাবে আল্লাহ সাথে সুসম্পর্ক স্থাপন করা যায়। কিভাবে সালাতে সর্বাধিক আনন্দ উপভোগ করবেন। আল্লাহ তাআলার ভালোবাসা লাভের জন্য দুআ ও আমল গুলো শিক্ষতে পারবেন। সালাতের গুরুত্ব সম্পর্কে সঠিক ধারণা পাবেন। আমারা কেনো সালাত আদায় করি,এমন টা নয় যে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, উদ্দেশ্য হবে আল্লাহ নৈকট্য লাভের জন্য আমরা সালাত আদায় করি।

সর্বশেষ নামাজের সৌন্দর্য অনুভব করা নিয়ে লিখিত বই  লেখক মিশারী আল-খারাজ ও অনুবাদ কারক মাওলানা মুহাম্মদ আব্দুল রহমান হানিফ (রাঃ) তাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের এতো সুন্দর একটি বই উপহার দেওয়ার জন্য। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুক।

Post a Comment

Post a Comment