-->
zWZ3ZJ90R4zzhbql6NUZDSuEAK5vmsQ96TEJw5QR
Bookmark
randomposts

আকাশের ওপারে আকাশ PDF - লস্ট মডেস্টি ব্লগ Akasher Opare Akash Book PDF



আকাশের ওপারে আকাশ

লেখক : লস্ট মডেস্টি ব্লগ
প্রকাশনী : ইলম হাউজ পাবলিকেশন
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা, বিভিন্ন আসক্তি এবং তার নিরাময়
ফরমেট : পিডিএফ
সাইজ : ৪২ এমবি

প্রথমত লেখক টিমকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা যুগউপযোগী বই উপহার দেওয়ার জন্য।
আকাশের ওপারে আকাশ কথাটার পেছনে অনেক রহস্য লুকিয়ে আছে।

এখন এমন একটা আদ্ভুত সমস্যার মধ্যে আছি আমরা। সমাজ ও সভ্যতা ভালোবাসাকে মহিমান্বিত করে।ভালোবাসা ছাড়া জীবন রঙহীন, প্রাণহীন। অসম্পূর্ণ। নিরর্থক। প্রেম জীবনের সঞ্চিত অভিজ্ঞতার চূড়ান্ত। বাকি সবই একটা সাইড স্টোরি, সব কিছু একটা সাইড ক্যারেক্টার।

তাই, আধুনিক মানব মানকবীরা প্রচণ্ড তৃষ্ণা নিয়ে  খুঁজে ফেরে প্রেমের সেই পরশপাথর। এবং এই অনুসন্ধানকে মাদকতাময় সৌন্দর্য সঙ্গে উপস্থাপন করা হয়।
আবার সমাজ ও সভ্যতার পতনের লক্ষণ দেখতে পাই। আবার হতাশার মহামারী, ভাঙা পরিবার এবং দিকনির্দেশনাহীন একটি প্রজন্ম দেখতে পাই। আমরা ক্রাশ কনফেশনস স্ক্যান্ডালের ইতিহাস দেখি। আমরা শারীরিক নির্যাতন, যৌন হয়রানি, ভাইরাল ভিডিও, বছরে লক্ষ লক্ষ গর্ভপাত এবং মাসে গড়ে 50টি আত্মহত্যা দেখতে পাই। দেখি অধঃপতন, অবক্ষয় ও জঘন্য দুর্নীতি।



দুটি ছবি প্রায় বিপরীত। আবার, একটি অন্যটির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। কিন্তু আমরা এই সংযোগ দেখতে না। আমরা দেখতে চাই না। আমাদের চোখের সামনে সমস্ত চিহ্ন থাকলেও আমরা হিসাব মেলাতে পারি না।

কেন এই অদ্ভুত বৈপরীত্য? রহস্য কোথায়?মায়াময় প্রেমের গল্পের আকাশ পেরিয়ে অন্য আকাশ আছে। পৃথিবী এবং মানুষ, ঘাসফড়িং এবং শিশির এবং মৌলিক প্রেম। আধুনিকতার একমাত্রিক চশমায় বন্দী নয় এমন একটি আকাশ।শুভ্রে ঢাকা আকাশকে নিজেদের করে তোলার এই চুক্তি।- আকাশের ওপারে আকাশ।


বইটাতে বেশ কয়েকটা ব্যাপার নিয়ে যুবক-যুবতীদের উদ্দেশ্যে আলোচনা করা হয়েছে। এর মধ্যে প্রধান টপিকটা ছিল হারাম রিলেশনশিপ এবং বয়ঃসন্ধিকালীন প্রেম-ভালোবাসা।
বইটিতে বিভিন্ন জায়গায় এতো এতো রেফারেন্স দেওয়া আছে দেখেই বুঝতে পারবেন লেখকের/টিমের অনেক পরিশ্রম ও পড়াশোনা করতে হয়েছে বইটার পিছনে

কবির ভাসায় কথা গুলো খুব বোধগম্য না হলেও আকাশের ওপারে আকাশ বইটিতে লেখক খুব সুন্দর ভাবে বর্ননা করেছে আধুনিক এই সমাজের সকল যুবক যুবতীদের আলোর পথের সন্ধান নিয়ে।


বর্তমান সমাজে অনেক যুবকই এখন নেশায় আসক্ত। ছেলে মেয়েরা জরিয়ে পরছে হারাম রিলেশনে। বেড়ে যাচ্ছে ধর্ষণ আর আত্মহত্যা। যেনা ব্যভিচার যেনো এই সমাজে কমন হয়ে গেছে। আধুনিক সভ্যতা এটাকে এতোটা সহজ করে দিয়েছে বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েরা জরিয়ে পরছে হারাম রিলেশনে।

তবে কী এর থেকে মুক্তি নেই? এভাবে চলতে থাকলে কী হবে আগামী প্রজন্মের? কিভাবে এর থেকে রক্ষা পাওয়া যাবে? আদোতেই কি রক্ষা পাওয়া সম্ভব? 
এই সকল প্রশ্নের উত্তর খুজতে পরতে হবে আকাশের ওপারে আকাশ বইটি।

আমাদের সামনে যা দেখছি এটাই শেষ নয়। এর বাইরে ও আর একটা আকাশ রয়েছে। যেখানে আছে নেশা থেকে মুক্ত একটা সমাজ। এমন একটা পরিবেশ যা হয়তো সবাই আশা করছি।


Post a Comment

Post a Comment