-->
zWZ3ZJ90R4zzhbql6NUZDSuEAK5vmsQ96TEJw5QR
Bookmark

এবার ভিন্ন কিছু হোক বই PDF আরিফ আজাদ | Ebar Vinno Kichu Hok pdf eboiself Arif Azad



নামঃ এবার ভিন্ন কিছু হোক

লেখক : আরিফ আজাদ
প্রকাশনী : সমকালীন প্রকাশন
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা সংখ্যা: 200, সংস্করণ : 1st Published, 2022

প্রতিদিন কেমন একটা একঘেয়েমি চক্রে জীবনের প্রতিটি মুহূর্ত কেটে যাচ্ছে। মাঝে মাঝে আফসোস হয়, এভাবে কি একটা জীবন চলতে পারে? এভাবেই কি পার হয়ে যাওয়ার কথা ছিলো আস্ত একটা জীবন? কখনো কি ভেবে দেখেছি কী পাওয়ার বদলে কী হারিয়ে যাচ্ছে জীবন থেকে?

জীবনে একটা পরিবর্তন ভীষণ ভাবে প্রয়োজন তা আমারা জানি। কিন্তু শুরুটা কিভাবে করবো? ঠিক কোথা থেকে শুরু করবো জীবনের একটা নতুন ভোরের?  কিভাবে পেছনে ফেলে আসবো জীবনের সকল অন্ধকার?  যে অন্ধকারে হারিয়ে খুঁজে বেড়াচ্ছি নিজেকে? কিভাবে পিছনে ফেলে আসবো সব ব্যর্থতা কে? কিভাবে ঘটাবো আলোর স্ফুরণ? 

একটা নতুন সকালে, জানালার পাশে বসে কিংবা পছন্দের কোন জায়গা আর সময় সুযোগ বুঝে খুলে বসতে পারেন "এবার ভিন্ন কিছু হোক" বইটি।
যে প্রশ্ন গুলোর উত্তর খুজতে পেতে চাতক পাখির মতো হৃদয়ের উঠনে এক ফোটা ঝুম বৃষ্টির অপেক্ষায় আপনি দিন গুনে চলেছেন কাটিয়েছেন অহস্র প্রহর, ইনশাআল্লাহ বইটি আপনাকে সে কাঙ্ক্ষিত মুহূর্তগুলো উপহার দেবে। জীবনের এক নতুন অধ্যা রচনায় বইটি হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী।

কখনো কি জীবন থেকে পালাতে মন চায় আপনার? মাঝে মাঝে হাহাকার করে ওঠে মন? ভীষণ খারাপে মাঝে মাঝে হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় অন্তর?বিষাক্ত লাগে এই দুনিয়াকে? কবির মতন কী বলতে মন চায়, জন্মই আমার আজন্ম যেন পাপ?
আজকাল দুনিয়ায় ‘ভাল্লাগেনা’ একটি মহামারী রোগের নাম। নেই অর্থকড়ি,প্রভাব- প্রতিপত্তি কিংবা নাম-যশের অভাব।



আপনার সবকিছু থাকলেও জীবনে একটাই বড় ব্যবধান। জীবনের এই কঠিন মোড়ে পরিবর্তন প্রয়োজন এবং পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ঠিক কোথায় আমরা একটি নতুন দিন শুরু করব?
এই প্রশ্নের উত্তর দিন এবং আপনার জীবন সম্পর্কে একটি নতুন গল্প লিখুন। এই বইটি আপনার প্রতিদিনের সঙ্গী হতে পারে। বইটির কথা বললাম "এবার ভিন্ন কিছু।" বইটি লিখেছেন আলোর ফেরিওয়ালা,স্বনামধন্য লেখক আরিফ আজাদ।তার ‘জীবনের জাগরণে’ সিরিজের প্রথম বই ছিল বেলা ফুরাবার আগে যা পাঠক মহলে বেশ আলোড়ন সৃষ্টি করে। ’বেলা ফুরাবার আগে’ বইটির দ্বিতীয় কিস্তি হচ্ছে 'এবার ভিন্ন কিছু হোক' বইটি।

এটি মূলত একটি আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা মূলক বই যা মোট 16টি বিষয়ে সংগঠিত, আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যা এবং তাদের সমাধানগুলি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। নূর সহজ ভাষায় কুরআন-হাদিস প্রকাশ করেন। মধ্যকথা বইটি পশ্চিমের আধুনিক জীবনের বিপরীতে একজন অনুশীলনকারী মুসলিম হিসাবে জীবনকে কীভাবে সংগঠিত করা যায় তার একটি দুর্দান্ত অনুপ্রেরণা।

অবশেষে,
জীবনের অনেকটা সময় কেটে যায় অপ্রয়োজনীয় কাজ, চিন্তা আর কোলাহলে। জীবনের বাকি থাকা সময়টাকে নিয়ে কি নতুন করে ভাবা যায় না? জীবনের সমস্ত অন্ধকার পিছে ফেলে । আমরা তাদেরই অনুসরণ করবো যারা চলেছে সিরাতুল মুস্তাকিমের  পথ ধরে। জীবনকে রাঙিয়েছে আল্লাহর রঙে।
জীবনের পরবর্তী সকালটা হোক একটি নতুন অভিজ্ঞতা -

” এবার ভিন্ন কিছু হোক
জাগরণের এই জাগ্রত জোয়ারে
এবার নতুন করে লেখা হোক জীবনের জ্যামিতি।” 

“যদি তোর ডাক শুনে কেউ না আসে” বলছিলাম এবার ভিন্ন কিছু হোক বইয়ে থাকা অধ্যায়টির কথা। আমরা যখন স্রোতের বিপরীতে সাঁতার কাটতে শুরু করি এবং নীড়ে ফিরে যাই, তখন সামাজিকতা নামক অনেক কিছু আমাদের সাথে হস্তক্ষেপ করে।  শত চেনা মুখেগুলো সঙ্গ পাই না। আমরা ভাবতে শুরু করি যে আমরা খুব একা। এমতাবস্থায় আমাদেরকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে এবং ‘আল্লাহর’ সাথে আমাদের সম্পর্ক মজবুত করতে হবে। দ্বীনের পথ অনুসরণ করতে, দ্বীনকে আরও ভালভাবে ধরে রাখতে আমাদের অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগের মধ্যেই প্রকৃত সুখ। এই গ্রন্থে আমরা দেখি যে, ধর্মের জন্য আত্মত্যাগ করে আমরা হারিনি, লাভ করেছি। এই বইটিতে ত্যাগের বেশ কিছু অস্বাভাবিক গল্পও বলা হয়েছে।


এই প্রজন্মের জন্য ফেসবুক এখন সময়ের অপচয় হয়ে দাঁড়িয়েছে। আমরা অনেকেই আমাদের ফেসবুকের আসক্তি ভাঙতে চাই, কিন্তু আমরা অনেকেই চেষ্টা করেও আমাদের আসক্তি ভাঙতে পারি না। তারা কিছু বইয়ের "খোলাঘর পাতা আছে এইখানে" আধায়টি খুব সহায়ক মনে করবে।


এই বইটি আরও বলে যে আপনি দ্বীনের দাওয়াহ কথা মাথায় আনার সাথে সাথে ধৈর্য ধারণ করার কথা টাও যে মনে রাখতে হবে। 


এবার ভিন্ন কিছু হোক, বইটির লেখক আরিফ আজাদ। সম্পাদনা করেছেন মুফতি আবুল হাসান কাসেম ও মুফতি সারওয়ার হুসাইন।

 



Post a Comment

Post a Comment